পৌষ পড়তেই মারাকাটারি ব্যাটিং শুরু শীতের(West Bengal Weather Update)। শনিবারই ছিল মরশুমের শীতলতম দিন। রবিবার পারদ এতটা না নামলেও যথেষ্ট ঠাণ্ডা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস(Alipore Weather Office)। আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Forecast)। পাশাপাশি, যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তার প্রভাবও কেটে গিয়েছে। ফলে উত্তুরে হাওয়ার ঝাপটায় বাড়তে চলেছে শীত।
রবিবার(Kolkata Weather Update) শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। ভোরবেলা আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়তেই রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করবে। ফলে দিনের শেষে প্রবল শীতে কাঁপতে চলেছেন বঙ্গবাসী(Winter Update in Kolkata)।
আরও পড়ুন- Subhendu Adhikary: নবান্নের ১৪ তলায় ১৬ মিনিট মমতা-শাহ আলাপ, কী নিয়ে কথা হল, জানলেন শুভেন্দু অধিকারী
শুধু শহর কলকাতা নয়। রাজ্যের উত্তর-পশ্চিমের জেলাগুলিতে কনকনে ঠাণ্ডা(West Bengal Weather Update) পড়তে শুরু করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, সহ বিভিন্ন জেলায় জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে বলেই খবর। তবে ডিসেম্বরের শুরু থেকেই প্রবল ঠাণ্ডায় মজেছে বাঙালি।