সোমবার রাজ্যে ভোট পঞ্চমী। ওই দিনেই নতুন করে রাজ্য ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। আলিপুরের দাবি, দক্ষিণবঙ্গের পাশাপাশি ওই দিন ভিজতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। তবে, তার আগে ৪৮ ঘণ্টা রাজ্যে জারি থাকবে দহন জ্বালা।
হাওয়া অফিসে জানিয়েছে, আজ, শনিবার ও রবিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তৈরি হতে পারে তাপপ্রবাহ। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দক্ষিণের সব জেলায় গরম থাকলেও কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার বাঁকুড়া এবং বিষ্ণুপুরে জনসভা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ওইদিন বাঁকুড়া এবং বিষ্ণুপুরে বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও গরম অব্যাহত থাকছে। জলপাইগুড়ি, কোচবিহার, মালদহেও থাকবে গরম এবং অস্বস্তি।