আরও কনকনে ঠান্ডা। বড়দিনের আগেই বইতে পারে শৈত্যপ্রবাহ। দাবি আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন পারদের পতন অব্যাহত থাকবে। ফলে উত্তর থেকে দক্ষিণে ভালই চালিয়ে খেলবে শীত।
পশ্চিমের জেলাগুলিতে এদিনও সকালের দিকে পারদ ঘোরাফেরা করেছে আট থেকে নয় ডিগ্রির ঘরে। উত্তরের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙেও পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডার দাপট। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আপাতত ঝঞ্ঝার জ্যামে আটকাচ্ছে না শীত।
পূর্বাভাস বলছে, মঙ্গলবারও কলকাতার আকাশ থাকবে ঝকঝকে। দিনের সর্বোচ্চ তাপমাত্র থাকবে ২৪ ডিগ্রি। সর্বনিম্ন ১৪ ডিগ্রি। বিকেলের পর থেকে পারদের পতন হবে কলকাতা ও তার পাশ্ববর্তী জেলাগুলিতে। দমদম এবং বারাকপুরে পারদ নামতে পারে ১২ ডিগ্রির ঘরে।