নতুন বছরেও শহরে ঠাণ্ডার(Kolkata Weather Update) দেখা নেই। এমনকি, বছরের শুরুতেই লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তুরে হাওয়ায় টান পড়ায় বাড়ছে তাপমাত্রা। রবিবার কলকাতায়(West Bengal Weather Forecast) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
দিনের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়লেও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলেই খবর। আগামী বেশ কিছুদিন কলকাতার(Rain Forecast in Kolkata) তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। দার্জিলিং-কালিম্পংয়ে হালকা বৃষ্টি হলেও রাজ্যের অন্যান্য জায়গায় বৃষ্টি হবে না।
অন্যদিকে, জেলায় জেলায় ভোর ও রাতের দিকে শীতের আমেজ কিছুটা পাওয়া যাচ্ছে । যেমন, শনিবার মুর্শিদাবাদ-মালদহ(Maldah Weather Update) সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিছুটা ঠাণ্ডা ছিল। তবে বেলা বাড়তেই মেঘলা আকাশে বেড়েছে তাপমাত্রা।