রাজ্যে সক্রিয় বর্ষা । কালো মেঘে ঢাকা আকাশ, ভেজা রাস্তাঘাট...জানান দিচ্ছে বর্ষা এসে গিয়েছে । গত দু'দিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে । মঙ্গলবারও দক্ষিণের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে ।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় । আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা । বুধ এবং বৃহস্পতিবার, এই দুই দিন ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে । শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় । শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে ।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে । তবে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে ।
মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলা থাকবে । বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি । আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম ।