সকাল থেকেই গুমোট গরম। কোথাও চড়া রোদ, কোথাও আংশিক মেঘলা আকাশ। নিম্নচাপ সরে গেলেও আর্দ্রতাজনিত চরম অস্বস্তি দক্ষিণবঙ্গে। গত সপ্তাহের বৃষ্টির জেরে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। পুজোর শেষ মুহূর্তের বাজারও পণ্ড করতে পারে নিম্নচাপ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বাড়বে তাপমাত্রা ও ভ্যাপসা গরম। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগরে উত্তর-পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে ফের একবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির জেরে পুজোর বাজার মাটি হতে পারে।
শুক্রবার কলকাতার আকাশ থেকে রোদ ঝলমলে। বেলা বাড়লেই গরমের অনুভূতি বাড়বে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।