মাটি হতে পারে বড়দিনের(Christmas Day 2022) আনন্দ। সৌজন্যে আবহাওয়ার খামখেয়ালিপনা। কারণ বড়দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেই খবর। বেশ কিছুদিন ধরেই ঠাণ্ডা কমতে শুরু করেছে। শুক্রবারের পর থেকে আর তেমন জাঁকিয়ে ঠাণ্ডা(Christmas Weather Update) পড়েনি। এবার হাওয়া অফিসের পূর্বাভাসে সিঁদুরে মেঘ দেখছেন শহরবাসী।
আলিপুর সূত্রে খবর, রবিবার বড়দিনে সর্বনিম্ন তাপমাত্রা(West Bengal Weather Update) থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে পৌষের হাড়কাঁপানো ঠাণ্ডার মালুম পাবেন না কলকাতার মানুষ(Kolkata Weather Update)। আলিপুরের পরিসংখ্যান বলছে, মূলত ডিসেম্বর থেকেই রাজ্যে জাঁকিয়ে পড়ে ঠাণ্ডা। এর প্রভাব থাকে সেই ফেব্রুয়ারির শেষ পর্যন্ত। কিন্তু এবার খামখেয়ালিপনার দরুণ ঠাণ্ডা এসেও আসছে না বঙ্গে(West Bengal Weather)। ফলে শীতের আসল মজা থেকে বঞ্চিত হবেন শহরবাসী।