বেশ ভালই চলছিল। ফের হাওয়া বদল। আলিপুর বলছে, উষ্ণ হতে পারে বড়দিন। তবে গরম পড়বে না। পারদ হয়তো সামান্য বাড়বে। তা কবে থেকে হবে এই হাওয়া বদল ? হাওয়া অফিস জানিয়েছে, এই শুক্রবার থেকে একটু একটু করে কমতে পারে শীত। তাতে চিন্তার কিছু নেই বলেই আশ্বাস।
এইটুকু বাদ দিলে, আজ, বুধবারও জমিয়ে ঠান্ডা উপভোগ করছে বঙ্গবাসী। পশ্চিমের জেলাগুলিতে এদিনও সকালের তাপমাত্রা আট থেকে নয়ের ঘরেই ঘোরাফেরা করেছে। বিশেষ করে পানাগড়, শ্রীনিকেতন, আসানসোলে সকালের দিকে বেশ ঠান্ডা অনুভূত হয়েছে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। হঠাৎ করে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করাই ইঙ্গিত দিচ্ছে উষ্ণ বড়দিনের।