মৌসম ভবন জানিয়েছে, সোমবারই আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে । মঙ্গলবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে । তার জেরে সপ্তাহের শুরুতেই দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । কিন্তু, সকাল থেকেই দেখা যাচ্ছে রোদ ঝলমলে আবহাওয়া । তবে অস্বস্তিকর গরম রয়েছে । তবে, যে কোনও সময় বদলে যেতে পারে আবহাওয়ার মেজাজ । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ।
নিম্নচাপের জেরে সমুদ্র এখনই উত্তাল । মঙ্গলবার থেকে উপকূলের এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে । হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় । বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । বুধ ও বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে । শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । ২৩ অক্টোবর থেকে ২৬ শে অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচ জেলায় । হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার । বাকি জেলাগুলি শুষ্ক থাকবে ।
কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে । হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকবে ।
এদিকে, বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল জানিয়েছে, ঘূর্ণাবর্তটি বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । কাতার ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে 'ডানা' । বাংলাদেশের বরিশালের কাছাকাছি কোনও একটি উপকূলে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড়টি । তবে, এখনও মৌসম ভবনের তরফে ঘূর্ণিঝড় নিয়ে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি ।