ফেব্রুয়ারির শেষ হতে চললেও সেই অর্থে শীতের দেখা নেই। বেলা বাড়লেই মেঘলা আকাশ, সঙ্গে হালকা উত্তুরে হাওয়া শিরশিরানি ধরালেও ওইটুকুই। তবে দ্রুত রাজ্যে চোখ রাঙাতে পারে গরম। আগামী ৪-৫দিন আবহাওয়ায় বিরাট পরিবর্তন না এলেও বাড়বে উষ্ণতা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতা বা জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে বলেই খবর। অন্যদিকে, ক্যানিং, কুলতলি, গোসাবা-সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীতের বিদায়বেলায় হালকা শীতল হাওয়ায় বসন্ত উপভোগ করে রাজ্যবাসী। তবে, হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে ঘূর্ণাবর্ত। যার জেরেই গত দু'দিন ধরে মেঘলা রয়েছে আকাশ। এমন কী এই ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যে বসন্তের আগেই বর্ষা এসে হাজির হয়েছে।
আরও পড়ুন- Mimi Chakraborty : হট চকোলেটের সঙ্গে আইসক্রিম, নজর করেছেন মিমিকে ?
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে ৩২ ডিগ্রিতে। ছত্তিশগড়-ওড়িশার উপর থাকা ঘূর্ণাবর্তের জেরে গারম আরও বাড়বে বলেই খবর।