কলকাতা ২০। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনেই বাংলায় শীত পড়ার ইঙ্গিত পাওয়া গেল। গত কয়েকদিন ধরেই মেঘের খেলা চলছিল। কিন্তু হাওয়া অফিস জানাল, মেঘ এবার সরছে। ফলে ধীরে ধীরে ঠান্ডা ঢুকবে বঙ্গে।
এমনিতে জেলায় হালকা শীতের প্রভাব দেখা যাচ্ছে। বিশেষ করে, ভোর এবং রাতের দিকে ঠান্ডা অনুভব হচ্ছে। আলিপুরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এই শিরশিরানি ভাব থাকবে। কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন ২০ ঘরেই ঘোরা ফেরা করবে।
দক্ষিণবঙ্গের তুলনায় এবারও ঠান্ডা উত্তরবঙ্গে আগে আসার সম্ভাবনা রয়েছে। কারণ, গত কয়েকদিন মেঘে ডাকা ছিল উত্তরবঙ্গের আকাশ। সেই আকাশ পরিষ্কার হয়েছে। ফলে সেখানে খুব দ্রুত আবহাওয়ার পরিবর্তন হবে বলে দাবি করা হয়েছে।