তাপপ্রবাহে আপাতত ইতি। এবার খেলা দেখাবে ঘূর্ণাবর্ত। যার জেরে আজ শনিবার আর বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শুক্রবারের বৃষ্টির জেরে পারদ একধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি কমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে। ফলে পারদ আরও কমবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। বৃষ্টির পূর্বাভাসের জেরে আজ শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্র থাকবে ৩৮ ডিগ্রি।
তবে ঝড়-বৃষ্টি আরাম দিলেও, থাকছে বজ্রবিদ্যুতের সতর্কতা। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। পূর্বাঞ্চলের আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তরবঙ্গে পাঁচ জেলায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কারণ, এই সময় শিলাবৃষ্টি সম্ভব বলে মত আবহাওয়াবিদদের।
শনিবার অক্ষয় তৃতীয়া। সঙ্গে খুশি ইদ। এই দুয়ের সঙ্গে রাজ্যের তাপমাত্রা কমার পূর্বাভাস। সবমিলিয়ে একটা উপভোগ্য শনিবার হবে এটা বলা যেতে পারে।