পুজোর আর বেশিদিন বাকি নেই । শারদীয়ার সাজে সেজে উঠছে বাংলা । বিভিন্ন মণ্ডপে শেষ মুহূর্তের কাজ চলছে । কিন্তু এদিকে যে প্রকৃতি বিমুখ । ফের একটা দুর্যোগের আশঙ্কা । জোড়া ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ভাসতে পারে বাংলা । তাহলে কি এবার বৃষ্টির জন্য পুজো মাটি হয়ে যাবে ? যদিও, সেই বিষয়ে এখনই কোনও পূর্বাভাস জারি করেনি হাওয়া অফিস ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দু'টি ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার দুপুরের পর নিম্নচাপ এলাকা তৈরি হবে বঙ্গোপসাগরে । যার জেরে সোমবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দুই বর্ধমানে । এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে । বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে । শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের জেলাগুলিতে ।
বৃষ্টি হলেও গরম কি কমবে ? গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, গরমে হাঁসফাঁস পরিস্থিতি দক্ষিণবঙ্গবাসীর । গুমোট গরমে নাজেহাল অবস্থা । হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা । এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে ।
সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । এদিন শহরে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রির আশেপাশে । সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশেপাশে ।