কিছুদিন তাপমাত্রা একটু কমলেও ফের ঊর্দ্ধমুখী পারদ(West Bengal Wether Update)। ফলে এবারের বড়দিনও(Christmas Weather Update in West Bengal) মাটি হতে চলেছে বঙ্গবাসীর। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত বেশ কিছুদিন পারদের এই উর্দ্ধগতি বহাল থাকবে। যার জেরে রাজ্যে আর জাঁকিয়ে শীত(Kolkata Winter Update) পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। সপ্তাহান্তে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা।
শুক্রবার কলকাতার(Kolkata Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
আরও পড়ুন- West Bengal Covid situation: বাংলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী নয়, এখনও 'ওয়েট অ্যান্ড ওয়াচ'-এই আস্থা সরকারের
আলিপুরের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়(Sanjib Banerjee on Weather Update) জানান, বঙ্গোপসাগরে(Bay of Bengal) বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। যার জেরে, শনি ও রবিবার তেমনভাবে রোদের দেখা মিলবে না। মেঘলা আকাশের পাশাপাশি, ভোরের দিকে কলকাতা সহ বিভিন্ন জেলায় বাড়বে কুয়াশার প্রকোপ(Foggy Morning in Kolkat)।