নভেম্বরের শেষ থেকেই এবার কলকাতা সহ রাজ্যজুড়ে শুরু হল শীতের ইনিংস। আগামী দু'দিন শহরে আরও ঠাণ্ডা পড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী চার-পাঁচদিন রাজ্যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনও আশঙ্কা না থাকায় দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলেই মত আলিপুরের। ফলে রাজ্যে জাঁকিয়ে শীত পড়া এখন শুধু সময়ের অপেক্ষা।
বুধবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে চলতি মাসের শেষ থেকে তাপমাত্রা আরও নামবে বলেই খবর। পাশাপাশি, পশ্চিমাংশের জেলাগুলি ইতিমধ্যেই ঠান্ডায় রীতিমতো কাঁপছে। উত্তরের দার্জিলিং-কালিম্পং-কার্শিয়াংয়ে তাপমাত্রা নেমে এসেছে ৮-এর ঘরে।
আরও পড়ুন- Mithun Chakraborty : দুর্নীতি, হিংসায় এক নম্বর বাংলা, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন মিঠুন
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচদিন আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তামিলনাড়ুতে অবস্থানকারী ঘূর্ণাবর্ত আরও দূরে সরে যাওয়ায় বর্তমানে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে রাজ্যে।