উত্তরবঙ্গ ভাসছে টানা বৃষ্টিতে । এদিনে দক্ষিণ কার্যত শুষ্ক । বর্ষা ঢুকলেও মৌসুমি বায়ু জোরালো না হওয়ায় ছিঁটেফোটা বৃষ্টিই মিলেছে দক্ষিণের ভাগ্যে । আষাঢ় মাসের কয়েকদিন কেটে গেলেও এখনও গরমে জেরবার মানুষ । তবে, স্বস্তির খবর একটাই মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । হাওয়া অফিস জানিয়েছে, জুনের শেষ ও জুলাই মাসের প্রথম থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায় ।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গল, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণের সব জেলায় বর্জ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সেইসঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া । শুক্রবার থেকে বৃষ্টি পরিমাণ আরও বাড়ূবে । ২৯ জুনের পর থেকে ও জুলাইয়ের প্রথম দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার । বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং এবং কালিম্পঙে । উত্তরে এখন টানা বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
মঙ্গলে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে । বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস । এদিন, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রির আশেপাশে । হাওয়া অফিস জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণের বাকি জেলাগুলোতেও মৌসুমী বায়ু ঢুকবে ।