প্রতিবাদ মুখর তিলোত্তমা গত কয়েকদিন ধরেই ভিজছে লাগাতার বৃষ্টিতে। সকাল থেকেই আকাশের মুখ ভার। শনিবারেও কলকাতা সহ সংলগ্ন এলাকায় সারাদিনই ঝুপারে বৃষ্টি হয়েছে। এখনও উত্তাল রয়েছে সমুদ্র। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের অবস্থানের জেরেই এই নিম্নচাপ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই প্রবল বৃষ্টিতেও থেমে নেই শহর কলকাতা। একাধিক জায়গা হয়ে পড়েছে জলমগ্ন। তবুও মিছিল চলেছে শহরের নানা প্রান্তেই।
সপ্তাহান্তে রবিবার দিনেও শহর জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে।
সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে খবর। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দুর্যোগের হাত থেকে এখনই রেহাই মিলছে না বঙ্গবাসীর।
গত কয়েকদিন ধরেই প্রতিবাদমুখর তিলোত্তমা ভিজছে লাগাতার বৃষ্টিতে। তাপমাত্রা একধাক্কায় কমেছে অনেকটাই, আবহাওয়া মোটের উপর মনোরম। তবে আপেক্ষিক আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় ছিল।