বঙ্গে আপাতত স্বস্তি। বৃষ্টি নেই। ফলে শীত আসছে। সামনের সপ্তাহ থেকেই রাতের তাপমাত্রা কমছে। এমনটাই দাবি আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে রাতের তাপমাত্রা দু ডিগ্রি করে কমতে পারে। ফলে উত্তরবঙ্গের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বিকেলের পড়েই ঠান্ডা পড়বে।
রবিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১৮-এর ঘরে। দমদম, বারাসত, ব্যারাকপুর অঞ্চলে সকালের দিকে তাপমাত্রা ছিল ১৭-এর ঘরে। বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়েছে। যদিও নিম্নচাপের একটা সম্ভাবনা রয়েছে। তা অবশ্য এই রাজ্যের দিকে আসছে না।
শনিবার থেকে বঙ্গে ঠান্ডা অনুভূত হচ্ছে। কমেছে রাতের তাপমাত্রাও। এতদিন শীত ভেবে যা ভ্রম হচ্ছিল, তা এবার শীতই ধরতে হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাদের বক্তব্য, আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হবে উত্তুরে হাওয়া। ডিসেম্বর মাসের গোড়া থেকে ঠান্ডা খেলবে বঙ্গে।