ফের একবার বৃষ্টি নামবে শহরে। সপ্তাহের শেষ দু'দিন বিক্ষিপ্তভাবে ভিজতে পারে কলকাতা থেকে জেলা। তবে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। আগামী পাঁচদিন রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নদিয়া-পুরুলিয়া-মুর্শিদাবাদ-দুই বর্ধমানে শিলাবৃষ্টি হতে পারে বলেও খবর।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে, আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহেই বাংলাদেশ বা রাজ্যের উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিষুবরেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি ঘূর্ণিঝড় 'মোচা' (Cyclone Mocha) আঘাত হানতে পারে দুই বাংলার কোনও এক উপকূলে।
আরও পড়ুন- Covid 19 Cases: একাধিক জেলায় বাড়ছে কোভিড, সংক্রমণে উত্তরের তুলনায় এগিয়ে দক্ষিণ কলকাতা