ভ্যাপসা গরম নিয়ে ফিরছে ভাদ্র। আলিপুরের খবর, দুই বঙ্গেই কমছে বৃষ্টি। এবং তার জেরে পুজোর আগে ফের ফিরছে অস্বস্তি। গত আটচল্লিশ ঘণ্টায় উত্তরবঙ্গের কিছু জেলায় ধারাপাত হলেও, দক্ষিণবঙ্গ ছিল শুখা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনও পরিবর্তন আপাতত নেই বলে দাবি হাওয়া অফিসের।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, প্রতি পুজোর আগেই এই ধরণের আবহাওয়া তৈরি হয়। কিন্তু এবার যেন তা মাত্রাতিরিক্ত। আগে তবুও উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি ছিল।
আরও পড়ুন : বৈশাখের গরম ফের ফিরতে পারে ভাদ্রে, উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি
কিন্তু তাও এবার সরিয়ে নেওয়া হচ্ছে। বরং দাবি করা হয়েছে, আগামী তিনদিন দুই বঙ্গেই তাপমাত্রা বাড়বে। বিশেষ করে কলকাতা সংলগ্ন জেলায় গরমের প্রভাব বেশ ভালই থাকবে।
আজ, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।