এ যেন ঠিক উলটপুরাণ। প্রতিবছর জানুয়ারির(January) শেষদিকে শীত প্রায় থাকে না বললেই চলে। কিন্তু এবার জানুয়ারি শেষেও শীতের(Winter) দুরন্ত ব্যাটিং অব্যাহত।
আবহাওয়া দফতর(Alipore Weather Office) জানিয়েছে, শহর কলকাতায়(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ে তুষারপাতের পাশাপাশি কোচবিহার, শিলিগুড়িতে(Siliguri) তাপমাত্রা নেমেছে প্রায় ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি রাজ্যের(West Bengal) পশ্চিমাঞ্চলেও হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, শ্রীনিকেতনে(Sriniketan) তাপমাত্রা রয়েছে ৮-৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আরও পড়ুন- Fire at Burdwan Medical College: শনিবার ভোরের অগ্নিকাণ্ডে বর্ধমান মেডিকেল কলেজে মৃত এক করোনা রোগী
আবহবিদদের কথায়, শক্তিশালী ঝঞ্ঝা কেটে যেতেই জাঁকিয়ে শীত পড়েছে উত্তর-পশ্চিম(North-East) ভারতে। ফলে কনকনে ঠাণ্ডা হাওয়া বয়ে আসছে বাংলায়(West Bengal)। তার ফলেই হুরমুড়িয়ে নামছে পারদ। শনিবার রাজ্যের সর্বত্র শীতের দাপট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস(Alipore Weather Office)।