কথায় আছে, 'মাঘের শীত বাঘের গায়'। কিন্তু মাঘ মাস পড়লেও সে শীতের দেখা নেই বঙ্গে। সরস্বতী পুজোর আগে থেকেই শীত কার্যত 'উধাও' রাজ্যে(West Bengal Weather Update)। বেলা বাড়লেই উষ্ণতার জেরে রীতিমতো ঘাম ঝরছে আমজনতার। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভোরে কুয়াশা(Foggy Morning in Kolkata) থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে বলেই খবর।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। তবে রাতের দিকে সামান্য কমবে পারদ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ছবিটা কিছুটা এক। উত্তরের(North Bengal Weather Update) বিভিন্ন এলাকায় ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজ অনুভুত হলেও বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রা।
আর পড়ুন- Jalpaiguri Murder : জলপাইগুড়ির বানারহাটে দশম শ্রেণির ছাত্রীর রহস্য মৃত্যু, আটক তিন