এপ্রিলের শেষ থেকেই পারদ পতনের সাক্ষ্মী থেকেছে বাংলা। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে রাজ্যে ঝড়বৃষ্টি আরও বাড়বে। আগামী ৪ মে পর্যন্ত এই ঝড়বৃষ্টি চলার কথা জানিয়েছে হাওয়া অফিস। রবি ও সোমবার হালকা-মাঝারি বৃষ্টির সাক্ষ্মী থেকেছে কলকাতা থেকে জেলা। এবার সেই বৃষ্টি আরও বাড়বে বলেই খবর।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৫২ থেকে ৯১ শতাংশ। শুধু তাই নয়, কলকাতার পাশাপাশি জেলায় জেলায় কমবে তাপমাত্রা। উল্লেখ্য, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। ফলে লাগাতার ঝড়বৃষ্টির জেরে রাজ্যজুড়ে আরও পারদ পতনের সাক্ষ্মী থাকতে চলেছেন বঙ্গবাসী।
আরও পড়ুন- Biman Basu: 'অনুব্রত পাচারে হাত পাকিয়েছেন, মেয়ে তো করেননি', সুকন্যার পাশে দাঁড়ালেন বিমান বসু