বছরের গোড়াতেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। একইসঙ্গে পারদের পতনের ইঙ্গিত। মূলত বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের জেলায়। যার জেরে ঠান্ডায় কাঁপতে পারে পশ্চিমের জেলাগুলি। আলিপুর জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে। ইতিমধ্যেই বরফে ভরছে ছাঙ্গু।
গত ডিসেম্বরে গরম অনুভূত হলেও, জানুয়ারির শুরু থেকেই ফের শীত ফিরেছে বঙ্গে। প্রায় ১০ দিন পর কলকাতার তাপমাত্রা ফের নামতে শুরু করেছে। আজ, বুধবারও পারদের পতনের পূর্বাভাস থাকছে।
হাওয়া অফিসের দাবি, সর্বনিম্নের কাঁটা ঘোরাফেরা করতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মকর স্নান যত এগিয়ে আসবে, ততই ঠান্ডা বাড়বে বলে দাবি করা হয়েছে।
এদিন কলকাতার তাপমাত্রা ২৩ ও ১৪ ডিগ্রি সেলসিয়াস। তবে, পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।