আগামী ৫ দিন রাজ্যে (West Bengal) বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে মেঘমুক্ত। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে মূলত আবহাওয়া (Weather) শুষ্ক থাকবে। রাতে ও দিনের তাপমাত্রাও একই থাকবে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। জানা গিয়েছে, আগামী ৫ দিন রাজ্যে কোনও প্রাকৃতিক দুর্যোগের (Natural Disaster) সতর্কতা নেই। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে কোথাও কোনও ঝড় বা বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: তৃণমূল বনাম বিরোধী আইনজীবীদের বচসায় ধুন্ধুমার কলকাতা হাই কোর্টে
হাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে ৮৮ শতাংশ। রাজ্যের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। মার্চের শেষ সপ্তাহে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।