হারিয়ে গেল উত্তুরে হাওয়া। বঙ্গে আকাশে ফের বৃষ্টির মেঘ। ফলে নতুন বছরের প্রথম সপ্তাহেই প্রশ্ন উঠল, তাহলে কী শীতের ইনিংস শেষ ? আলিপুরের খবর, মেঘের জেরেই গতি কমবে উত্তুরে হাওয়ার।
আজ, বৃহস্পতিবার দুপুরের পর থেকে উত্তরের জেলাগুলিতে মেঘের সঞ্চার হবে। যার প্রভাব পড়বে দক্ষিণ বঙ্গেও। যার জেরে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ ডিগ্রি।
এদিন সকাল থেকেই দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ভারি কুয়াশা দেখা গিয়েছে। বিশেষ করে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকা ঘন কুয়াশারা জেরে ফেরি এবং ট্রেন পরিষেবা বিঘ্ন হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যে কুয়াশার দাপট থাকবে।
এদিকে, আজ কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির উপরে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রিতে।