আর কিছুদিনের মধ্যেই রাজ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মোচা'। তার আগাম প্রভাব পড়েছে কলকাতা থেকে জেলার আবহাওয়াতেও। বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাশাপাশি, দখিণবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সকাল থেকে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি, বেলা বাড়লে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশ।
আরও পড়ুন- Ajay Banga: প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব ব্যাঙ্ক প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বঙ্গা
আলিপুর সূত্রে খবর, ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ৭ মে ওই ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হতে পারে বলে খবর। ৯ মে ওই গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে সাইক্লোনে পরিণত হবে বলে খবর। তবে এখনও ঘূর্ণিঝড় 'মোচা'-এর ল্যান্ডফল সংক্রান্ত কোনও তথ্য জানাতে পারেনি হাওয়া অফিস।