ঘোলাটে কলকাতা। ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে আগামী বাহাত্তর ঘণ্টায় বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ, মঙ্গলবার দুপুরে অন্ধ্র উপকূলে ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড়ের। তার জেরে রাজ্যের ১১টি জেলাকে আগামা সর্তক করা হয়েছে। আলিপুর জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে এই ১১টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এখন প্রশ্ন হল, ঘূর্ণিঝড় চলে গেলেই কী ঠান্ডা আসবে বঙ্গে ? নির্দিষ্ট করে কিছু বলতে না পারলেও হাওয়া অফিসের দাবি, রাতের তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। যা ইঙ্গিত দেবে ঠান্ডা আসছে। তবে আপাতত রাতের তাপমাত্রা সামান্য হলে বাড়বে।
আজ, সারাদিনই কলকাতার আকাশ মেঘলাই থাকবে। দুপুরের পর এক থেকে দু পশলা বৃষ্টি হতে পারে। অসময়ের এই বৃষ্টিতে আর্দ্রতা সামান্য কমতে পারে। তাতে হালকা ঠান্ডা অনুভব হলেও হতে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি। আর সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস।