শীত সমাচার। অবশেষে আসছে। হাওয়া অফিস জানিয়েছে, এই মেঘ সরলেই ঠান্ডা নিশ্চিত। অনেক অপেক্ষা করতে হয়েছে। আর না। আগামী শুক্রবার থেকেই বঙ্গে শীতের সমারোহ। বিশেষ করে উত্তরবঙ্গ এবং পশ্চিমের জেলায় পারদ নামবে।
আলিপুর জানিয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব আজ, বুধবার পর্যন্ত রাজ্যের উপরে থাকবে। গুটি কয়েক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলে দাবি করা হয়েছে।
এদিনও, কলকাতার আকাশ মেঘলা থাকলে, ভারী বৃষ্টির কোনও খবর নেই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।