শীতের বিদায়বেলা কার্যত আসন্ন। সোমবার থেকেই কলকাতা থেকে জেলা, সর্বত্রই চড়বে পারদ। সপ্তাহের শুরুতেই জানিয়ে দিল হাওয়া অফিস। জানুয়ারিতে হাড়কাঁপানো ঠাণ্ডার পর ফেব্রুয়ারির শুরুতেই ফের কামড় বসিয়েছিল ঠাণ্ডা। স্বল্প সময়ের জন্য হলেও সেই ঠাণ্ডাতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে অনেকটাই কমেছিল তাপমাত্রা(West Bengal Weather Update)। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির আশেপাশে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে। তারপরেও বেশ কয়েকদিন তাপমাত্রা(Kolkata Weather Update) একই থাকবে। আর সেভাবে পারদ পতনের সম্ভাবনা নেই রাজ্যে। তবে, উত্তরবঙ্গে আগামী পাঁচদিন তাপমাত্রা একই থাকবে। জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে। তবে দার্জিলিং-কালিম্পং(Darjeeling Weather Update) সহ পাহাড়ের কিছু এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই খবর।
আরও পড়ুন- CPM Digital Summit: পঞ্চায়েতের আগে সোশ্যাল মিডিয়ায় নজর সিপিএমের, কর্মীদের প্রশিক্ষণের উদ্যোগ