মার্চ পড়তেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। দোলের আগেই যেভাবে গরম বাড়ছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যবাসী। গরম-শুষ্ক পশ্চিমা বাতাসের জেরে অবস্থা আরও জটিল আকার ধারণ করেছে। রাতে তাপমাত্রা কিছুটা কমলেও তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যেই ৩৩ থেকে ৩৪ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
কলকাতার পাশাপাশি জেলাতেও প্রবল গরমের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বীরভূম-বাঁকুড়া-পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই লু বইবার অবস্থা শুরু হয়েছে। ইতিমধ্যেই সেখানে প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন- WPL 2023: টানটান ম্যাচ! গুজরাতের থেকে শেষ ওভারে জয় ছিনিয়ে নিল ইউপি ওয়ারিয়রস