রাজ্যে এখনও জাঁকিয়ে ঠাণ্ডা পড়েনি। ভোরের দিকে হিমেল হাওয়ার ঝাপটায় বোঝা যাচ্ছে শীত প্রায় আসন্ন। তারই মাঝে এবার ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। যার অবশ্যম্ভাবী পরিণতি বৃষ্টি। তবে এখনও পর্যন্ত এ সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানায়নি আলিপুর।
সপ্তাহের প্রথমদিনই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশাপাশে। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে গোটা সপ্তাহজুড়েই মেঘমুক্ত নীল আকাশের দেখা পাবেন রাজ্যবাসী, আশ্বাস হাওয়া অফিসের।
আরও পড়ুন- Udayan Guha: কোচবিহার দাওয়াইয়ের পাল্টা বিছুটি পাতা, সুকান্ত মজুমদারকে আক্রমণ উদয়ন গুহের
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। তারপর ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি করবে। যেটি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। এর জেরে কলকাতায় তেমন প্রভাব না পড়লেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে।