মার্চের প্রথম সপ্তাহ থেকেই প্রবল গরমে কাহিল রাজ্যবাসী। একদিকে শুস্ক আবহাওয়া, অন্যদিকে, প্রবল ঘাম। এই দুইয়ের যাঁতাকলে এখন ত্রাহি ত্রাহি রব মানুষের। ক্রমাগত উর্দ্ধমুখী তাপমাত্রার জেরে বাতাসে জলীয় বাষ্প কমে যাওয়ায় আপেক্ষিক আর্দ্রতা কমে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। তবে এই পরিস্থিতি এখনও বেশ কিছুদিন চলবে জানিয়েছেন আলিপুরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ভোরে হালকা ঠান্ডা এবং বেলা বাড়লেই রোদের ছ্যাঁকায় নাজেহাল স্বাভাবিক জনজীবন। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২১ ডিগ্রির আশেপাশে।
কলকাতার পাশাপাশি জেলাতেও প্রবল গরমের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বীরভূম-বাঁকুড়া-পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই লু বইবার অবস্থা শুরু হয়েছে। ইতিমধ্যেই সেখানে প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন- West Bengal Govt on Farmers: নজরে পঞ্চায়েত ভোট, ২ বছরের জন্য কৃষকদের করছাড় তৃণমূল সরকারের