West Bengal Weather Update : পঞ্চমীর সকাল রোদঝলমলে, বিকেলেই ঝমঝমিয়ে বৃষ্টি ? পুজোয় কেমন থাকবে আবহাওয়া ?

Updated : Oct 08, 2024 10:33
|
Editorji News Desk

আজ, ৮ অক্টোবর মহাপঞ্চমী । আনুষ্ঠানিক ভাবে দুর্গার আগমনের দিন আজই । হিন্দু রীতি অনুযায়ী, পঞ্চমীর দিনই সন্ধ্যায় দেবীর আগমনী মন্ত্র অণুরণিত হয় ৷ তারপর থেকেই শুরু হয়ে যায় দেবীর বোধনের তোড়জোড় । যদিও, বাঙালিদের দুর্গাপুজো এখন মহালয়া থেকেই শুরু হয়ে যায় । কিন্তু, ষষ্ঠী থেকে দশমী... পুজোর আসল আমেজ তো থাকে এই পাঁচ দিনই । তবে, এবার কি পাঁচদিনের আনন্দ মাটি করে দেবে বৃষ্টি ? কী বলছে আবহাওয়া দফতর । জেনে নিন পুজোর আবহাওয়ার আপডেট । 

পঞ্চমীর সকাল রোদঝলমলে । তবে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বিশেষ করে উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া ? হাওয়া অফিস জানিয়েছে, পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা । ভারী বৃষ্টি হবে না । তাছাড়া একনাগারে বা একটানা বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই । আগামী শুক্রবার অর্থাৎ নবমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম । সেক্ষেত্রে পুজোর আনন্দ বৃষ্টিতে ভেসে যাবে না । তবে, তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের ।

উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । মঙ্গলবার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে । শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে । তবে, ১১ ও ১২ অক্টোবর বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় । মঙ্গলবার থেকেই আবহাওয়ার উন্নতি হবে পাহাড়ে । 

কলকাতার আকাশ আজ মূলত পরিষ্কারই থাকবে । মাঝে মাঝে মেঘে ঢাকবে সূর্য । তবে, বৃষ্টির সম্ভাবনা কম । তবে,প্যান্ডেল হোপিংয়ে বেরলে ছাতা অবশ্যই সঙ্গে রাখবেন । দুপুরের পরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে । মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির আশেপাশে । সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ।

West Bengal Weather

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি