জেলায় কাঁপুনি ধরালেও শহর কলকাতায়(Kolkata Weather Update) এখনও তেমন ঠাণ্ডা পড়েনি। বরং বেলা বাড়লে রীতিমতো অস্বস্তির সম্মুখীন হতে হচ্ছে শহরবাসীকে। এমতাবস্থায় হাওয়া অফিস জানিয়েছে, আন্দামান সাগরের নিম্নচাপের জেরে শীতের জন্য এখনও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে কলকাতাবাসীকে। আলিপুর(Alipore Weather Office) সূত্রে খবর, বর্ষার দিনক্ষণ আগাম বলা গেলেও শীতে ঠাণ্ডা পড়া সম্পূর্ণ স্থানভিত্তিক। যা আগে থেকে বলে দেওয়া সম্ভব নয় বলেই মত আবহবিদদের। বৃহস্পতিবারও কলকাতার (Kolkata Weather Update) পারদ কিছুটা ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই । তবে তাপমাত্রা বাড়তে পারে । নিম্নচাপের(Mandas Cyclone) ফলে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। ফলে এ রাজ্যে তাপমাত্রা আগামী কয়েকদিনে বেশ খানিকটা বাড়তে পারে। তবে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পশ্চিমের জেলাগুলিতে(West Bengal Weather Update) পারদ সামান্য নামলেও কলকাতায় তা ঊর্দ্ধমুখী থাকবে। বৃহস্পতিবার কলকাতার আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
আরও পড়ুন-