কলকাতা ফের ১৯। ফারাক কমছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে। ইঙ্গিত দিচ্ছে শীত ফেরার। তবে, আলিপুরের খবর, ইঙ্গিত নয়, শীত ফিরছে। কথা ছিল আজ, শনিবার থেকেই বঙ্গে বাসা বাধার। কিন্তু ঘূর্ণিঝড় ও তার প্রভাবের জেরে একদিন পিছিয়ে, রবিবার থেকে পারদ কমবে রাজ্যে।
পরিসংখ্যান বলছে, কালীপুজোর পর থেকে রাজ্যে হঠাৎ করে ঠান্ডা নামতে শুরু করেছিল। রাতের তাপমাত্রা কমছিল দুই থেকে পাঁচ ডিগ্রি। একটা সময় পশ্চিম জেলাগুলিতে তাপমাত্রা ষোলোর ঘরে নেমে গিয়েছিল। কিন্তু জোড়া ঘূর্ণিঝড়ই সর্বনাশ করে দিল।
সেই ঝঞ্ঝা কাটিয়ে, ফের ছন্দে ফিরছে শীত। যা অনুমাণ, তাতে বড়দিনের আগেই প্রবল ঠান্ডা পড়ছে উত্তর ও পশ্চিমের জেলায়। ইতিমধ্যে তুষারপাত হয়েছে সান্দাকফুতে। যার রেশ এবার পড়তে পারে সমতলে। সেই অপেক্ষায় এখন হাওয়া অফিস।