মকরের আগে ফের আড়মোরা ভাঙছে শীত। মঙ্গলবারও এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কারণ হিসাবে জানানো হয়েছে, আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত রাজ্যে নিম্নচাপের কোনও সম্ভাবনা নেই। ফলে এই সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে পারে শীত। এদিনও রাজ্যের বেশ কিছু অঞ্চলে সকালে প্রবল কুয়াশা দেখা গিয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, এই কদিন দিনের তাপমাত্রা না কমলেও, রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে। তবে সকালে দিকে উত্তরে হাওয়া চলবে। যার জেরে বাড়তে পারে কুয়াশার দাপট। রেল এবং উড়ান পরিষেবায় খানিক অসুবিধা হতে পারে বলেও পূর্বাভাসে দাবি করা হয়েছে।
মঙ্গলবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলেই দাবি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ছিল যথাক্রমে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াস।