ক্রমশই উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। রবিবার সকাল থেকেই যার প্রভাবে কলকাতা -সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার।
বাংলা থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত রবিবার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘন্টায় আরও শক্তিশালী হয়ে কালী পুজোর সকালে এটি ঘূর্ণিঝড়ের আকার নেবে।
এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে সিত্রাং। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার এই নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আকার নেবে। এরপর তা ধীরে ধীরে অগ্রসর হবে উত্তর-পশ্চিম দিকে। তবে, মঙ্গলবার ভোরের দিকে তিনকোনা দ্বীপ ও সানদ্বীপের মধ্য দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়।
বাংলায় তেমন কোনও প্রভাব না পড়লেও উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ইতিমধ্যেই সোমবার দুই ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দুই মেদিনীপুর। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।
মঙ্গলবার দুই ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হাওয়া।