Durga Pujo Grant : ৮৫ হাজার টাকায় কী কিছু হয় ? পুজোর অনুদান নিয়ে রাজ্যকে শ্লেষ আদালতের

Updated : Sep 23, 2024 17:35
|
Editorji News Desk

পুজোর অনুদান নিয়ে ফের রাজ্যকে শ্লেষ কলকাতা হাই কোর্টের। সোমবার এক জনস্বার্থ মামলার শুনানিতে এদিন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের মন্তব্য, পুজোয় ৮৫ হাজার টাকা কিছুই নয়। ওই টাকা সম্ভবত ক্লাব সদস্যদের কাজে লাগতে পারে! সম্প্রতি রাজ্যের ৪৩ হাজার ক্লাবকে এই বছর ৮৫ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, পরের বছর এক লক্ষ টাকা করে দেওয়া হবে। 

এদিনের শুনানিতে প্রধান বিচারপতি জানিয়েছেন, গত দু বছর কলকাতার বিভিন্ন মণ্ডপে গিয়েছেন। সেখানে গিয়ে তাঁর যা অভিজ্ঞতা, তাতে ৮৫ হাজার টাকা দিয়ে কিছুই হবে না। ওই টাকা সম্ভবত ক্লাব সদস্যদের কাছে লাগতে পারে। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিনের শুনানিতে রাজ্যকে কটাক্ষ করে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, ৮৫ হাজার টাকায় কী হয় ? রাজ্যের পুজো কমিটি গুলিকে ১০ লক্ষ টাকা দেওয়া উচিত। 

এদিনের জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়, এই টাকার উৎস্য কী ? কোন নির্দেশিকা মেনে এই টাকা খরচ করবে রাজ্যের পুজো কমিটিগুলি ? এদিনের মামলায় প্রধান বিচারপতি জানান, দুর্গা পুজো রাজ্যের ঐতিহ্য। সেই কারণেই হয়তো পুজো কমিটিগুলিকে উৎসাহিত করতে এই টাকা দেওয়া হয়। কিন্তু প্রধান বিচারপতির প্রশ্ন, সত্যিই কী এই টাকা পুজো জন্য ব্যবহারে প্রয়োজন ? 

সম্প্রতি আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্যের বেশ কিছু ক্লাব সরকারি এই অনুদান ফিরিয়ে দিয়েছে। গত ৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যাঁরা সরকারি এই টাকা নেবে না, তাঁদের জোর করা হবে না। তবে সরকারের কাছে এই ব্যাপারে দ্বিতীয় তালিকা মজুত রয়েছে। 

আগামী কয়েকদিনের মধ্যেই পুজো নিয়ে বৈঠক করতে বসছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। নিরাপত্তা নিয়ে মূলত আলোচনা হবে সেই বৈঠকে। পুজো নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। হয়তো পয়লা অক্টোবর থেকেই পুজোর উদ্বোধন শুরু করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Calcutta High Court

Recommended For You

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি

editorji | কলকাতা

Mamata Banerjee : ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক, বাংলাদেশে ইস্যুতে কেন্দ্রের কোর্টেই বল ঠেললেন মমতা