যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) সমাবর্তনের আগের রাতেই অস্থায়ী উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হয় বুদ্ধদেব সাউকে (Buddhadev Shau)। শনিবার উপাচার্যের পদ থেকে বুদ্ধদেবকে সরাতে সরাসরি নির্দেশ দিয়েছেন আচার্য সিভি আনন্দ বোস (Cv Anand Bose)। বিভিন্ন কারণ দেখিয়ে রাজসভা থেকে, সমাবর্তন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের সকলেই, কর্মসমিতি থেকে ছাত্রছাত্রীদের সমাবর্তনের পক্ষেই মত ছিল। সেই মতোই সমাবর্তন হবে বলে জানিয়েছিলেন বুদ্ধদেব।
Gita Path Brigade: লক্ষ কণ্ঠে গীতাপাঠে চ্যালেঞ্জ জমায়েত, শনিবার ব্রিগেডে মহড়া দেখলেন শুভেন্দু-দিলীপরা
কিন্তু এরপরই তাঁকে অপসৃত হতে হয়। এই প্রসঙ্গে বুদ্ধদেব সাউ জানান “ “এখন অনেকটা রিলিফ লাগছে! যদি সত্যি হয়, দায় চলে গেল। আড়াই হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে লড়েছি। পড়ুয়াদের কেন ডিগ্রি দেওয়া হবে না?’’ উপাচার্য অপসারণের ঘটনায় রাজ্যপালকে কড়া ভাষায় বিঁধেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।