আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলনের আঁচ এখন সর্বত্র। চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে নেমে এখনও সেভাবে কোনও কিনারা করতে পারেনি CBI । বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে যায়। এর মধ্যেই দানা বাঁধছে আরও নানা প্রশ্ন।
নজরে ‘সিজার তালিকা’
কোন সন্দেহজনক বস্তু, চোরাইমাল, আগ্নেয়াস্ত্র, বেওয়ারিশ সম্পত্তি বা কোন মামলার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন বস্তু বা আলামত উদ্ধার করার উদ্দেশ্য পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে যে প্রমাণ সংগ্রহ করা হয় তদন্তের জন্য, সেটিই সিজার লিস্ট। এবার আরজি কর মামলাতেও বারবার উঠে আসছে সিজার তালিকার প্রসঙ্গ।
পুলিশের তৈরি ‘সিজার তালিকা’ থেকে একটি ডায়েরির প্রসঙ্গ পাওয়া যায়। তাতে নীল কালিতে লেখা ‘খুব আনন্দে থাকো’। ওই হস্তাক্ষর কার? খতিয়ে দেখা হচ্ছে।
গ্রাফোলজিস্ট এর সাহায্য নিয়ে হস্তাক্ষর উদ্ধার:
সিজার লিস্ট থেকে পাওয়া ডায়রির প্রসঙ্গে তৎপর CBI, ওই ডায়েরিতে নির্যাতিতার চেম্বারের নম্বর সহ আরও অনেক তথ্য পাওয়া গিয়েছে। সেসব হস্তাক্ষরও খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে মৃতার ফোন থেকে ২টো ৩ মিনিটে একটি হোয়াটস্যাপ বার্তার কথা জানা যাচ্ছে।
কীভাবে কিনারা?
বিশেষজ্ঞদের দাবি গ্রাফোলজিস্টরা হস্তাক্ষর কার তা যেমন বলতে পারে, তেমনই ক্লিনিক্যাল গ্রাফোলজিতে শুধু হস্তাক্ষর নয়, বোঝা যায় কোন অবস্থায় সেটি লেখা হয়েছে, সেই সময় কোনও মানসিক চাপ দেওয়া হয়েছিল কিনা। যে কোনও হাতের লেখা স্নায়ুনির্ভর। মানসিক উৎকণ্ঠার চিহ্নও থাকে হাতের লেখায়। সেইপথে হাতের লেখা পরীক্ষা করলে অনেক ক্ষেত্রে সিদ্ধান্তে পৌঁছনো যায়। এবার সেইপথেই হাঁটছে CBI ।
সেই রাতে শেষ কখন কথা বলেছিলেন নির্যাতিতা?
সিজার তালিকার তথ্য, এবং ‘সময় সারণী’ বলছে সেই রাতে নির্যাতিতা মায়ের সঙ্গে শেষ কথা বলেছিলেন ১১টা ১৫ মিনিটে। মায়ের দাবি সেই সময়, তাঁর মধ্যে কোনও অস্বাভাবিকতা লক্ষণীয় হয়নি। কী অর্ডার করেছে সেকথা জানিয়ে ভালভাবে ফোন রাখেন নির্যাতিতা।
এরপর হবু স্বামীর সঙ্গেও রাত সাড়ে ১১টার আশেপাশে তাঁর কথা হয়েছিল বলে জানা যায়। সেইসময় নির্যাতিতার বন্ধু ব্যস্ত থাকায় কথা এগোয়নি, পরে ঘুরিয়ে সে মেসেজ করলেও রিপ্লাই আসেনি বলে জানান ওই যুবক।
অনলাইন অর্ডারে খাবার এসেছে রাত সাড়ে ১২টা নাগাদ। তারপর থেকেই সব কিছুর হিসেবে গুলিয়ে যাচ্ছে। রাত ২টো ৩ মিনিটে মৃতার ফোন থেকে এক আত্মীয়কে পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজও খতিয়ে দেখা হচ্ছে।