আরজি কর কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ১। সত্য মিথ্যে জানতে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করেছে CBI। রবিবার সকাল সকাল প্রেসিডেন্সি জেলে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিরা। সেখানেই তাঁর পলিগ্রাফ টেস্ট হয়। প্রশ্নমালা সাজিয়ে সঞ্জয়কে নিয়ে বসেন তদন্তকারী আধিকারিকরা। সেই টেস্টেই নাকি বিস্ফোরক দাবি করেছেন সঞ্জয় রায়, যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের।
CBI সূত্রে খবর পলিগ্রাফ টেস্টে সঞ্জয় দাবি করেন, সে যখন সেমিনার হলে পৌঁছয় তার আগেই নাকি নির্যাতিতা মৃত্যু হয়েছিল। আর ওই দৃশ্য দেখেই নাকি হাসপাতাল থেকে দৌড়ে পালিয়েও গিয়েছিলেন সঞ্জয়। টেস্টের সময় নাকি সঞ্জয় বেশ ভীত এবং অস্থির ছিলেন। এরপর নানা তথ্যপ্রমাণ দেখিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি বিভ্রান্তিকর নানা দাবি করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছিলেন বলে খবর।
আদালতের নির্দেশে আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু সিবিআই আধিকারিকদের দাবি, সঞ্জয়ের বয়ানে অসঙ্গতি রয়েছে, তাই এই ঘটনার সঠিক তথ্য জানতেই এই টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সঞ্জয় এখন প্রেসিডেন্সি জেলের পহেলা বাইশের ২১ নম্বরে রয়েছে । ইতিমধ্যেই সঞ্জয়কে জেরা করে বেশ কিছু তথ্য হাতে পেয়েছে সিবিআই । ঘটনার রাতে মহিলা চিকিৎসক হিসাবে একাই ডিউটিতে ছিলেন নির্যাতিতা, এ খবর হাসপাতালের কে বা কারা সঞ্জয়কে দিল, এবার সেই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই ।