সল্টলেকে (Salt Lake) কলকাতা পুলিশের আবাসনের (Police Residency) ১১তলা থেকে পড়ে মৃত্যু এক কলেজ ছাত্রের (College Student)। মৃত ছাত্রের নাম পার্থসারথি পাল, বয়স ২৩ বছর। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে (Whatsapp Status) সুইসাইড নোট ছাড়েন তিনি। মৃত্যুর পিছনে কী কারণ, তা খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
মৃত ছাত্র পার্থসারথি সল্টলেকের এই ব্লকেরই বাসিন্দা। প্রতিবেশীদের দাবি, সকাল ১০টা ১৫ নাগাদ ভারী কিছু পড়ার আওয়াজ আসে। এরপরই ওই কলেজ ছাত্রের দেহ দেখতে পান পুলিশ আবাসনের বাসিন্দারা। স্থানীয়রা উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আবাসনের ১১ তলা থেকে কলেজ ছাত্রের জুতো, মাস্ক ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অনুমান, ওখান থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্র।
আরও পড়ুন: ইছাপুরে বৃদ্ধা খুনের ঘটনায় ধৃত এক ভিখারি, নকল পা কেনার টাকা না পেয়েই খুন!
মৃত্যুর আগে হোয়াটসঅ্য়াপ স্ট্যাটাসে সুইসাইড নোট কেন লিখলেন ওই ছাত্র! আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তার তদন্ত শুরু করেছে পুলিশ।