ফাইল শেয়ারিং এখন আরও সহজ। ব্লু টুথের মতোই খুব সহজে এবার ফাইল শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। সম্প্রতি এই বিশেষ ফিচারের ইঙ্গিত দিয়েছে Wabetainfo।
কী এই ফিচার?
সহজেই ফাইল ট্রান্সফার করা যায় হোয়াটসঅ্যাপে। এই পদ্ধতি আরও সহজে সারতে নতুন এই ফিচার নিয়ে আসার পরিকল্পনা করছে মেটা। একেবারে ২ জিবি ডেটা ট্রান্সফার করা যাবে।
আরও পড়ুন - পাবলিক ওয়াইফাই ব্যবহার করছেন! মারাত্মক বিপদ ডেকে আনছেন না তো?
কী ভাবে কাজ করবে এই ফিচার?
এই ফিচার মূলত আশেপাশে থাকা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফাইল পাঠাবে সহজেই। এর জন্য 'People Nearby' নামের একটি অপশন আসছে অ্যাপে। ব্লু টুথ অন করে এই ফিচারের মাধ্যমে ফাইল পাঠানো যাবে। সেন্ডার এবং রিসিভার দু'জনকেই ফিচারটি অন করতে হবে। এটি সম্পূর্ণ এন্ড-টু-এনক্রিপ্টেড অর্থাৎ তথ্য গোপন থাকবে।