হরিশ মুখার্জি রোড হয়ে কী ডিএ মিছিল হবে ? পরিস্কার কোনও উত্তর নেই সংগ্রামী যৌথ মঞ্চের কাছেই। একপক্ষের দাবি, অবশ্যই কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ওই রাস্তাতেই মিছিল হবে। আর এক পক্ষের দাবি, শাসক দলের এলাকায় কোনও ঝামেলা হলে, তার দায় কে নেবে ? বরং এই পক্ষ চায় শহিদ মিনারের পাদদেশেই জনসভা করে আন্দোলনে ১০০ দিন উদযাপন করতে। হাজরা মোড় থেকে মিছিল হরিশ মুখার্জি হয়ে ফের হাজরায় ফিরবে। এক নির্দেশে এই রুট বেঁধে দিয়েছে কলকাতা হাই কোর্ট।
হরিশ মুখার্জি রোড সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। আর এই বিষয়টিকে নিয়েই দ্বিধায় সংগ্রামী যৌথ মঞ্চের দুই পক্ষ। এক পক্ষের নেতাদের দাবি, শনিবার ওই রাস্তায় মিছিল করতে গেলে পুলিশ বাঁধা দিতে পারে। ঝামেলা হলে দায় নিতে হবে তাঁদেরই। আর পক্ষের মতে, আদালতের নির্দেশ মেনে ওই রাস্তাতেই শান্তিপূর্ণ মিছিল করবে তারা। এরপর ঝামেলা হলে, দায় থাকবে প্রশাসনের উপরে।
ফলে শনিবার ডিএ নিয়ে প্রতিবাদ জানিয়ে মিছিল কোন পথে হবে, তা নিয়ে স্পষ্ট নন যৌথ মঞ্চের নেতারা।