পুজোর মুখে খুশির খবর দিল পূর্ব রেল। পুজোর তিনদিন ভিড় সামলাতে সারারাত ট্রেন চালাবে কর্তৃপক্ষ। শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে সপ্তমী থেকে নবমী, এই তিনদিন সারা রাত ট্রেন চালানোর কথা জানিয়েছে পূর্ব রেল। বাড়তি ২০টি ট্রেন চালানো হবে বলেই খবর।
দু'বছর করোনার কোপে ঘরবন্দী ছিল মানুষ। তাই করোনার প্রকোপ কমতেই রাস্তায় নেমেছে মানুষের ঢল। পুজোর বাজারের ভিড় থেকেই অনুমেয়, পুজোর দিনগুলোয় বিপুল জনস্রোতে ভাসতে চলেছে কল্লোলিনী কলকাতা। শিয়ালদহ থেকে রাণাঘাট-বনগাঁ-নৈহাটি-ডানকুনি শাখার পাশাপাশি শিয়ালদহের দক্ষিণ শাখায় চলবে বাড়তি ট্রেন। পাশাপাশি, রাণাঘাট-বনগাঁ শাখাতেও চালানো হবে বাড়তি ট্রেন।
আরও পড়ুন- KMC: দুর্গাপুজোয় বৃষ্টি হলে কীভাবে সামাল দেবে কেএমসি? পথ বাতলে দিলেন মেয়র পারিষদ তারক সিং
অন্যদিকে, হাওড়া থেকেও চলবে বাড়তি একগুচ্ছ ট্রেন। ব্যান্ডেল, বর্ধমান মেন-কর্ড, তারকেশ্বর লাইনে চলবে বাড়তি ট্রেন। পাশাপাশি, শেওড়াফুলি-তারকেশ্বর লাইনেও বাড়তি ট্রেন চালানো হবে। ফলে পুজোর ক'দিন রাত জেগে মন্ডপে মন্ডপে ঘুরতে আর বাধা রইল না উৎসবপ্রিয় বাঙালির।