এবার অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে আরও এক নতুন তথ্য পেল ইডি। সূত্রের দাবি, তদন্তে জানা যাচ্ছে, অর্পিতা মুখোপাধ্যায় প্রায়শই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যাতায়াত করতেন। ইডি জানিয়েছে, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, বাংলাদেশে একাধিকবার গিয়েছেন অর্পিতা। এই পাঁচ দেশে যাতায়াতের প্রমাণ হিসাবে পাসপোর্টে স্ট্যাম্প রয়েছে অর্পিতার। কোনও কোনও দেশে একাধিকবার যাওয়ার প্রমাণও মিলেছে বলে দাবি ইডির।
কিন্তু কেন তিনি বারবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশকে বেছে নিয়েছেন, তার সদুত্তর ইডি পায়নি বলেই সূত্রের দাবি। বিলেতে বেড়াতে যেতেন, নাকি অন্য কোনও রহস্য এর আড়ালে লুকিয়ে রয়েছে, তা দেখছেন তদন্তকারীরা। তাঁর এই বিদেশযাত্রার খরচ কে বহন করতেন, তিনি একাই এই বিদেশ সফর করতেন কি না সবটাই খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি সূত্রে খবর।
আরও পড়ুন- TMC on Partha: পার্থ ইস্যুতে বুঝে পা ফেলছে তৃণমূল, একইসঙ্গে 'বরাভয়' ও 'চাবুক' ব্যবহার শাসক শিবিরের
জানা গিয়েছে, তদন্তকারীরা এই ঘটনায় হাওয়ালা যোগের প্রবল সম্ভাবনা পাচ্ছেন। এই টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচারের একটা সম্ভাবনা নিয়ে প্রশ্ন রয়েছে ইডির আধিকারিকদের মনে। হাওয়ালা মূলত কর ফাঁকি দিয়ে টাকা এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া। শুধু তাই নয়, দেশের মধ্যেও ব্যাঙ্ক ব্যবস্থাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই টাকা লেনদেনের পথ হাওয়ালা। এদেশে একেবারেই বেআইনি এই লেনদেন।
আপাতত ১০ দিনের ইডি হেফাজতে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। আগামী ৩ অগস্ট ফের তাঁকে ইডির বিশেষ আদালতে তোলা হবে। ইডি সূত্রে খবর, এভাবে যদি তথ্যের সপক্ষে তারা যথোপযুক্ত জবাব না পায়, সেক্ষেত্রে ইডি হেফাজতের মেয়াদ বাড়ানোর আর্জি জানানোর সম্ভাবনা বাড়বে।