রাতের শহরে ফের নিরাপত্তাহীনতার শিকার এক তরুণী। পেশায় ওই তরুণী মডেল। অভিযোগ, বন্ধুদের সঙ্গে রাতের খাবার খেয়ে ফিরছিলেন। সেই সময়ই একটি গাড়ি পিছু নেয় তাঁদের গাড়ির। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ফটকের সামনে তরুণীর গাড়ি থামিয়ে তান্ডব চালানোর অভিযোগ। হেনস্থার শিকার হন ওই মডেল ও তাঁর এক বান্ধবী। মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। গ্রেফতার করা হয় চারজনকে।
বালিগঞ্জ সার্কুলার রোডে একটি ধাবা থেকে খাওয়াদাওয়া করে চারজন একটি গাড়িতে ফিরছিলেন। তখনই ঘটনাটি ঘটে। হেস্টিংস থানায় একটি FIR দায়ের করেন হাওড়ার ওই তরুণী। তাঁর অভিযোগ, একটি গাড়ি বালিগঞ্জ থেকে তাদের পিছু নেয়। অভিযোগ, বারবার জায়গা পেয়েও গাড়িটি এগোয়নি। ভিক্টোরিয়ার সামনে গাড়িটি পথরোধ করে দাঁড়ায়। তরুণীর ভিডিয়ো করা হচ্ছিল বলেও অভিযোগ।
অভিযোগপত্রে তরুণী পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশ চার দুষ্কৃতীকে গ্রেফতার করে। একজনকে দ্রুত পাকড়াও করা হবে বলে মনে করছে পুলিশ। বন্ধুর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।