রাজ্যে ফের ডেঙ্গিতে মৃত্যু। এবার দক্ষিণ দমদমের এক বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম শিল্পী সাহা। বয়স ৫৪। মহিলার মৃত্যু নিয়ে নাগেরবাজারের নার্সিংহোমে বিক্ষোভ পরিবারের। চিকিৎসার গাফিলতির অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় নাগেরবাজার এলাকায় উত্তেজনা ছড়ায়। নার্সিংহোম কর্তৃপক্ষ যদিও গাফিলতির অভিযোগ মানতে চায়নি। ওই নার্সিংহোমে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরিবার সূত্রে খবর, গত ৩ নভেম্বর দক্ষিণ দমদমের ২২ নম্বর ওয়ার্ডের তেলিপুকুরের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত হন। নাগেরবাজারের একটি নার্সিংহোমে ভর্তির করা হয় তাঁকে। পরিবারের অভিযোগ, তাঁর চিকিৎসায় গাফিলতি করে নার্সিংহোম কর্তৃপক্ষ। রবিবার সকালে হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হয় ওই মহিলার। দুপুর ১২টা নাগাদ হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে তাঁর। তারপরই মৃত্যু হয় বলে দাবি নার্সিংহোমের। মৃতার পরিবারের দাবি, ঠিকঠাক চিকিৎসা সঠিকভাবে হয়নি। প্লেটলেট এমন কিছু কম ছিল না, যার জন্য মৃত্যু হবে। অভিযোগ, চিকিৎসায় গাফিলতি হয়েছে।
এরপরই নার্সিংহোমে বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর পরিবার সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে নাগেরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। নার্সিংহোম কর্তৃপক্ষ পুলিশকে জানায়, চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেয় রোগী। পরিবার বিকল্প ব্যবস্থা করার আগেই রোগীর মৃত্যু হয়।