শ্বশুরবাড়িতে গৃহবধূর দেহ উদ্ধার। খুনের অভিযোগে আটক স্বামী, শ্বশুর ও ননদ। লেকটাউনের দক্ষিণদাঁড়ির ঘটনা। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঁচড় ও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম পায়েল রায়। রবিবার সন্ধেবেলা ঘটনাটি ঘটে। মৃতার পরিবারের অভিযোগ, জামাই ও শ্বশুরবাড়ির লোকজন মিলে খুন করেছে পায়েলকে। পায়েলের মায়ের দাবি, জামাই সন্দেহবাতিক ছিল। মেয়েকে সন্দেহ করতেন। এর আগেও এই নিয়ে মারধর করেছেন। রবিবার রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে পায়েলের পরিবার। যদিও স্বামী সুমনের পাল্টা দাবি, স্ত্রীর একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই নিয়ে ঝামেলাও হত তাঁদের। রবিবার ঘটনার সময় তিনি বাথরুমে ছিলেন বলে দাবি করেছেন সুমন। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁদের লেকটাউন থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ২৯ বছর বয়স পায়েলের। ২০১৮ সালে সুমনের সঙ্গে বিয়ে হয়। তাঁদের ৩ বছরের একটি ছেলেও আছে। একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ করেন সুমন।